Information on MPO and Nationalization
কাজী মোঃ ওয়াজেদ উল্লাহ
শুভ লগ্নে কিছু কথা
শতাব্দী প্রাচীন নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের নামে একটি নতুন ওয়েবসাইট চালু করার এ শুভক্ষনে আমি মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি। এ ওয়েবাসাইটের মাধ্যমে বিশ্বব্যাপী সংযোগ সাধন করে।
ঐতিহ্যের সৌরভে আর গৌরবের ইতিহাসের পাতায় এ বিদ্যালয় অসাধারণ সমৃদ্ধ। বর্তমান সরকার ৭ মে ২০১৮ সালে বিদ্যালয়টিকে সরকারিকরণ করার পর এর মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে।
মহান মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর মাতামহ এবং কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বর্তমান জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ ইউসুফ আব্নদুল্ললাহ হারুন এর প্র-পিতামহ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাধীন ভুবনঘর গ্রামের সূর্যসন্তান উকিল আবদুস সোবহান (আবদু মিয়া) এর ঐকান্তিক প্রচেষ্টায় ১৮৯৬ সালে ‘নবীনগর উচ্চ বিদ্যালয়’ নামে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বিদ্যালয়ের অসংখ্য কৃতি ছাত্র স্বদেশে-বিদেশে সরকারি-বেসরকারি পর্যায়ে শীর্ষ পদে অধিষ্ঠিত থেকে অত্যন্ত সুনামের সাথে বিদ্যালয়ের মুখোজ্জ্বল করেছেন। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাম সশ্রদ্ধচিত্তে স্মরন করছি।
শিক্ষা-সংস্কৃতিতে নবীনগরের অগ্রনী ভূমিকার ক্ষেত্রে এ বিদ্যালয়ের ভূমিকা সর্বদাই দেদীপ্যমান। তারই ধারাবাহিকতায় এ ওয়েবসাইটের মাধ্যমে বিদ্যালয়ের চলমান অগ্রযাত্রা অব্যাহত থাকুক-বিদ্যালয়ের সাফল্যগাঁথা প্রচারিত ও প্রসারিত হোক বিশ্বব্যাপী- এ প্রত্যাশায় ইতি টানছি।
কাজী মোঃ ওয়াজেদ উল্লাহ
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
প্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহঃ | শুক্র | শনি |
---|